বাংলা বাজার মাহমুদিয়া মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদরাসার ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) সকালে মাদরাসা প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার সুপার মাওলানা মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে করনীয় ও বর্জনীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ সালেহ উদ্দিন, শিক্ষক মো. আসাদুল্যাহ, মো. মাহবুবুর রহমান, হেলাল উদ্দিন, মো. জাহিদুল ইসলাম, মো. সোহাগ, মো. আল এমরান, আবু তাহের, রিয়াদ উদ্দিন প্রমূখ।
আলোচনার সভার পূর্বে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দাখিল শিক্ষার্থী মো. রাজিব। ইসলামী সংগীত পরিবেশন করেন দাখিল শিক্ষার্থী রাহী, শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আছমা এবং পরীক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন আরজু বেগম। আলোচনা সভঅ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সহ-সুপার মাওলানা মোঃ ছালেহ উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।