বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইলিশা ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান

দ্বীপজেলা ভোলাকে মাদকমুক্ত রাখতে ইলিশা ফাঁড়িতে যোগদানের পর থেকেই জেলা পুলিশ সুপারের নির্দেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পুলিশের উপ-পরির্দশক সিদ্দিকুর রহমান। যার পুরস্কার হিসেবে ২০২২ সালের মে মাসের রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান ক্রেস্ট ও সনদ তুলে দিয়েছেন সিদ্দিকুর রহমান কে।
বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা পূর্বক পুলিশ সুপারদের প্রয়োজনীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ, ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএম সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুর; অধিনায়ক, এপিবিএন-১০; পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল; এস এস, পিবিআই, বরিশাল; এস এস, সিআইডি, বরিশালসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ : ১৫ দিনে ৩৪ কেজি মাদকদ্রব্য উদ্ধার করেছে ইলিশা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক সিদ্দিকুর রহমানের টিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।