অসহায় পাগলী গর্ভবতী নারীর পাশে মানবিক পুলিশ জীবন মাহমুদ

ভোলার মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ বরিশালের পাগলী গর্ভবতী পাশে দাড়িয়ে আবারো সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন। পুলিশ সদস্য জীবন মাহমুদ বলেন, রাত রবিবার (৬ জুন) ১১ টায় আমি ও বরিশাল জেলার ডিবির পুলিশ সদস্য পারবেজ রনি ভাই প্রতিদিনের ন্যায় অসহায় মানুষগুলোর সাথে সময় কাটাতে বরিশাল লঞ্চঘাটে ঘাটে যাই। লঞ্চঘাটের টার্মিনালে একজন গর্ভবতী মা (কিছুটা মানুসিক অসুস্থ) খাবার খাচ্ছেন হটাৎ চিৎকার দিয়ে উঠলেন আর ঠিক তখনই বাধল বিপত্তি ! মা মাটিতে বসে পড়লেন এবং প্রসব বেদনায় ছটফট করতে শুরু করলেন। আমি ছুটে যাই ঘটনাস্থলে। কোনো পরিকল্পনা ছাড়াই কাজে নেমে পড়ি সবাই। মা কে আস্বস্ত করে, লঞ্চঘাটে থাকা আরও দুজন মহিলা নিয়ে আসি। সেখানেই নরমাল ডেলিভারির জন্যে মানসিকভাবে প্রস্তুত করেন। কোনো ঝামেলা ছাড়াই নদীর পাড়েই ডেলিভারী সম্পন্ন হয়। এর আগে লঞ্চঘাটে ইভা নামের এক অসহায় নারীকে পুনর্বাসন করে দেয়া হয়েছিল। সেই ইভা নামের নারী দ্রুত নাড়ী কেটে বাকি ব্যবস্থা করে। বর্তমানে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছে। বাচ্চার জন্য মশারি, নতুন পোশাক উপহার দিয়ে তার খেয়াল রাখার জন্য সবাইকে বলে রুমের ফিরে যান।
উল্লেখ্য, অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্য জীবন মাহমুদ। তিনি ইতিমধ্যে বরিশাল ভোলার শত অসহায় পাশে দাড়িয়েছেন এবং অসহায়দের কর্মসংস্থান করে দিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।