ভোলায় শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)
বালক-এ চরফ্যাশন ও বালিকায় ভোলা সদর উপজেলা চ্যাম্পিয়ান
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ভোলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ-১৭) এবং বঙ্গমাাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ-১৭) এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব আব্দুল মমিন টুলু, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমূখ। টুর্নামেন্টে বালকদের বিভাগে ভোলা পৌরসভা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চরফ্যাশন উপজেলা দল এবং মেয়েদের বিভাগে লালমোহন উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভোলা সদর উপজেলা দল।