চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক্ষের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন এর মৃত্যুতে শনিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের হল রুমে এক স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ সাইদুল হাসান সেলিম, বাংলাদেশ টিচার্স এসোসিয়েশন ভোলা জেলার সভাপতি গোলাম মোহাম্মদ, আলীনগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, নিজাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এইচ এম মইনুল হক শিপু, বিটিএ সদর উপজেলা শাখার সভাপতি ও ব্যাংকের হাট কো-অপারেটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, বিটিএ সদর উপজেলা শাখার সম্পাদক ও পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রহমান বাবলু, সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন, দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, দক্ষিণ চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহাম্মদ, শামীম পারভেজ সজল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দু সহিদ তালুকদার। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নিশিতা জাহান নুহা, তাসপিয়া আক্তার তৃণা।
সভায় বক্তাগণ প্রয়াত প্রধান শিক্ষক মোঃ হারুন এর দীর্ঘ প্রায় ৩০ বছরের কর্মময় জীবন সম্পর্কে আলোকপাত করেন। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে প্রয়াত প্রধান শিক্ষক এর পরিবারের জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রয়াত প্রধান শিক্ষক মোঃ হারুনের আপনজন, বন্ধু ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তৎকালীন ম্যানেজিং কমিটির প্রয়াত সভাপতি আলহাজ্ব মৌলভী কলিমুল্লাহ হাওলাদার, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোশারেফ হোসেন শাজাহান, প্রয়াত দাতা সদস্য মৌলভী আঃ কাদের, মোস্তফা হাওলাদার, আজিজুল হক তালুকদার, মীর সফিকুল ইসলাম, মোঃ আবু তাহের মিয়াসহ প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা আঃ রব স্কুল এন্ড কলেজের প্রভাষক সুফি মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল উদ্দিন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।