ভোরের কাগজের প্রকাশক-সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ॥ দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানিকর মামলা দায়েরের প্রতিবাদে ভোলার দৌলতখানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার (১৯ মে) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে দৌলতখান পৌর শহরের টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে দৌলতখান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকতার জন্য হুমকি। এ ধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। এসময় দৈনিক যুগান্তর প্রতিনিধি শ. ম ফারুক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেবসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।