সর্বশেষঃ

বোরহানউদ্দিনে নির্মানাধীন ঘরের কার্যক্রম পরিদর্শণ করেন জেলা প্রশাসক

‘বাংলাদেশের একজন মানুষও ভুমিহীন ও গৃহহীন থাকবে না’ – মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে বোরহানউদ্দিনে আশ্রয়ণ-২ প্রকল্পের ৩য় পর্যায়ে নির্মিত/নির্মানাধীন ১৪২ টি ঘরের কার্যক্রম পরিদর্শণ করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
তিনি নয়াবাজারের নিকটস্থ কুতুবা ইউনিয়নে (৫৪টি ঘর), পাওয়ার প্লান্টের নিকটস্থ সাচড়া ইউনিয়নে (২১ টি ঘর) এবং উদয়পুর বাজারের নিকটস্থ টবগী ইউনিয়নে (৪০টি ঘর) পরিদর্শণ করেন। এ সময় জেলা প্রশাসক নির্মানাধীন গৃহসমূহের নির্মাণ সামগ্রীর গুণগত মান, নির্বাচিত জমির উপযোগিতা এবং উপকারভোগী নির্বাচণ ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ করেন ও অনুপুঙ্খ দিকনির্দেশণা প্রদান করেন।


এসময় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান ও বোরহানউদ্দিন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, রাসেল আহমেদ মিয়া, পৌরসভার প্যানেল মেয়র, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুব, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।