বোরহানউদ্দিনে বিডি ক্লিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন

“গাড়ি আমার বাড়ি আমার রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাঠি দেশটা তবে কার, পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে বুকে ধারণ করে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৬নং ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বিডি ক্লিনের বোরহানউদ্দিন টিমের সদস্যরা। শুক্রবার (১৩মে) সকাল ৯ টার দিকে বিডি ক্লিন বোরহানউদ্দিন’র প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ দের নেতৃত্বে এ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এসময় সহ সমন্বয়ক তাওহীদ কাওসার হাসান, লজিস্টিক সমন্বয়ক রায়হান খান তামিম, টিম মনিটর হারাদন চন্দ্র দে, লজিস্টিক টিম মনিটর মোঃ ইমরান, ওয়েলকাম মনিটর মোঃ হাসনাইন, আইটি মটারেটর রাইসুল ইসলাম তামিমসহ ৩৫জন সদস্য এতে অংশ গ্রহণ করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিডি ক্লিন বোরহানউদ্দিন’র প্রধান সমন্বয়ক বিশ্বজিৎ দে জানান, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি তাহলে আমাদের বিশ্বাস আমরা পরিচ্ছন্ন বোরহানউদ্দিন গড়তে পারবো। আসুন আমরা এগিয়ে আসি এই দেশটা আমার। প্রিয় শহর বোরহানউদ্দিনর পরিচ্ছন্নতা দৃশ্যের পাশাপাশি পুরো জেলাকে পরিচ্ছন্ন ও সচেতন ভোলা তৈরির লক্ষ্যে, কাজ করে যাচ্ছে বোরহানউদ্দিন টিম। পরিচ্ছন্নতার বার্তা সর্বত্র ছড়িয়ে দিতে সারা বাংলাদেশে এক যোগে ৭২টি যায়গায় ৩০হাজার সেচ্ছাসেবী মিলে বিভিন্ন উপজেলা ভিত্তিক কার্যক্রম শুরু করেছে। এছাড়া তারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করার পাশাপাশি জনসাধারণকে এ বিষয়ে সচেতন করে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।