চরফ্যাশনে লঞ্চঘাটে প্রবেশ টিকিটের মূল্য বেশি রাখায় একজনের কারাদন্ড

চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বকশি বাজার লঞ্চঘাট দিয়ে যাত্রী চলাললের ক্ষেত্রে প্রবেশ টিকিটের মূল্য অতিরিক্ত রাখা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে লঞ্চঘাটে ভ্রাম্যমান আদাল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। যাত্রীদের কাছ থেকে ধার্যকৃত প্রবেশ টিকিটের মূল্যে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর আওতায় মোঃ সোহাগ (২৪) নামে এক ইজারাদারকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোহাগ চরফ্যাশনের লংলাপাতা ২নং ওয়ার্ডের মোঃ হানিফের ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু আবদুল্লাহ খান। এ সময় প্রশাসনের বিভিন্নস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু আবদুল্লাহ খান জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের যাতায়াত বেশি থাকায় ঘাট ইজারাদার ঘাট টিকেট ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নিয়েছে। যাত্রীদের অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে ঘাট ইজারাদার সোহাগকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও যাত্রীদের সাথে খারাপ আচরণের অভিযোগ পেয়েছি তার বিরুদ্ধে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি)।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।