দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোলায় জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলায় ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ভোলা জেলা বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সাবেক কমিশনার ও জেলা বিএনপির প্রচার সম্পাদক বশির হাওলাদার, থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, কৃষকদলের সভাপতি আবদুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা।
স্মারকলিপি প্রদান শেষে মিছিল করে দলিয় কার্যালয়ে এসে সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্যোগের কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অসম্ভব হয়ে পড়েছে। দেশের নীরব দুর্ভিক্ষ চলছে। কিছুদিন পর রমজান মাস, অবশ্যই যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হয়। যদি এর ব্যত্যয় ঘটে যেকোনো ধরনের কর্মসূচির ডাক আসলেই তা বাস্তবায়ন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।