সর্বশেষঃ

ভোলায় সগমুদ্রগামী ট্রলারের মাঝিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও লাইফ জ্যাকেট বিতরণ

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলিতে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার আয়োজনে “নিরাপদ মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি” শীর্ষক উপ-প্রকল্পের আওতায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে সমুদ্রগামী ট্রলারের মাঝিদের সামুদ্রিক সম্পদের টেকসই আহরণ, আহরিত মৎস্য সংরক্ষণ, পরিবহন, দূর্যোগ ব্যবস্থাপনা, এবং মৎস্য আহরণে আইন, বিধি নীতিমালা বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে ২০০ জন জেলে এবং মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক (প্রকল্প) ডাঃ খলিলুর রহমানের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষনটি পরিচালনা করেন প্রকল্পের ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ নাসির উদ্দিন প্রামানিক এছাড়াও প্রশিক্ষণে দূর্যাগ ব্যবস্থাপনা বিষয়ে সিপিপি টিম লিডার একটি সেশন পরিচালনা করেন এবং ট্রলারের প্রধান মাঝি ট্রলার পরিচালনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন। প্রশিক্ষণ শেষে জেলে এবং মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করেন সংস্থার উপ-পরিচালক, এবং শাখা ইনচার্জ, টেকনিক্যাল কর্মকর্তা (ফিশারীজ)। উক্ত উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়ন এবং কারিগরী সহযোগিতায় ভোলা জেলার দুইটি উপজেলায় জেলেদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।