কয়েক মাস আগে এ ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন মারা গেছে

দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা থেমে নেই ॥ ফের মোটরসাইকেল ভাঙচুর, আহত-৪

ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় ৪জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারি বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মদনপুর ইউনিয়নের বাসিন্দা মৃত সামছুল হকের ছেলে মহিউদ্দি (৩০) আবু সাইদ (৪০) মাইনউদ্দি (২৫) ,  মৃত আব্দুল কাদেরের ছেলে রিপন (৩০। তারা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’.

এ মদনপুর ইউনিয়নে কয়েক মাস আগে নির্বাচন পরবর্তী সহিংসতায় একজন নিহত হয়েছেন। ওই ঘটনার রেস কাটতে না কাটতেই ফের নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা। এতে ওই ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

অভিযোগের প্রেক্ষিতে দৌলতখান থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আহত মহিউদ্দিন  জানান, গত ইউপি নির্বাচনে মদনপুর ইউনিয়নে তারা নৌকার সমর্থক ছিলেন। আর অভিযুক্তরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিলেন। ঘটনার দিন অভিযুক্ত সবুজ মাল, সিরাজ মাল , মফিজ মাল সহ ৮ থেকে ১০ জন নির্বাচনী পূর্ব শত্রুতার জেরে তাদের উপর হামলা করেন। এবং তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন । এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছেন। দৌলতখান থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।