দৌলতখানে ব্যবসা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলার দৌলতখানে উপজেলার উত্তর জয়নগরে ব্যাবসায় উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ^ ব্যাংকের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রশিক্ষনের আয়োজন করে। ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় এসইপি প্রকল্পের অধীনে “ভোলা জেলায় পরিবেশগতভাবে দেশীয় পোল্ট্রি পালন ও বাজারজাতকরণ সম্প্রসারণ” উপ-প্রকল্পের অধীনে মঙ্গলবার উত্তরজয়নগর শাখায় ব্যবসা উন্নয়ন বিষয়ক শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ সচিব মোঃ রিয়াজ উদ্দিন। প্রশিক্ষণে সংস্থার এসইপি প্রকল্পের পক্ষ থেকে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ মিজানুর রহমান, টেকনিক্যাল আফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান সজল, মার্কেটিং এন্ড প্রমোশন অফিসার, নুসরাত জাহান, ইনভায়রোনমেন্ট অফিসার এসএম সাকিবুল ইসলাম, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ আবদুল হাই, এবং শাখা ইনচার্জ, মোঃ আবদুল্লাহ। উক্ত প্রশিক্ষণে ভোলা সদর ও দৌলতখান উপজেলার পোল্ট্রি ব্যবসার সাথে জড়িত ৩০ জন সদস্য অংশ নেয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।