নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের উদ্বোধন

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে দৌলতখানে ২৫০ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হবে। উপজেলা জাতীয় মহিলা সংস্থা’র উদ্যোগে পৌর শহরের স্বপ্না মার্কেটে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’র প্রশিক্ষণ কার্যক্রম টেলি-কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দিক মিয়া ও আইনুন নাহার রেনু সহ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।