ভোলায় সাংবাদিকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে দেশব্যাপী চলছে সাংবাদিকদের দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘টেলিভিশন অ্যান্ড অনলাইন জার্নালিজম’। ভোলার স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। দিনব্যাপী সাংবাদিকতার স্ক্রিপ্ট লেখা, টেলিভিশন এবং পত্রিকার স্ক্রিপ্টের মধ্যে পাথর্ক্যসহ বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়। স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া লিমিটেডের চিফ কো-অর্ডিনেটর নাসির পাঠান।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক ও ভোলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্লাহ, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস্ উল আলম মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এইচ এম জাকির। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক রনজক রিজভী।
কর্মশালা প্রতি জেলা থেকে ২০ জন করে সাংবাদিক, শিক্ষানবিশ এবং সাংবাদিকতায় আগ্রহীরা জেলা-উপজেলা থেকে বিনামূল্যে রেজিস্ট্রেশন করেছেন। তাদের প্রশিক্ষণ গ্রহণ করতে কোনো ফি প্রদান করতে হয়নি। অংশগ্রহণকারী সাংবাদিকদের সার্টিফিকেট প্রদানের পাশাপাশি টি-শার্ট, ক্যাপ, মাস্কসহ অন্যান্য উপহার সামগ্রী পান।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।