সর্বশেষঃ

দৌলতখানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

ভোলার দৌলতখানে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫ দিন ব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।’

মঙ্গলবার (২৫জানুয়ারি) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ বাহাউদ্দিন প্রমুখ।’

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।