শহরের ঐতিহ্যবাহী ফেরদাউস টেইলার্সের কর্ণধার আফসার উদ্দিন আর নেই, দাফন সম্পন্ন

ভোলার স্বনামধন্য প্রতিষ্ঠান ফেরদাউস টেইলার্সের মালিক আফসার উদ্দিন ফেরদাউস আর নেই। তিনি রোববার (২৩ জানুয়ারী) ভোর পৌনে ৬টার দিকে শহরের কালিবাড়ী রোডস্থ নিজ বাস ভবনে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমকে কালিবাড়ী রোডের বিল্লাহ মজসিদ প্রাঙ্গনে যোহরের নামজ শেষে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বোরহানউদ্দিন উপজেলার মানিকা ইউনিয়নের মাহাবুব উদ্দিন হাওলাদার বাড়ির দরজায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুম আফসার উদ্দিন ফেরদাউস আওয়ামীলীগ নেতা গালিব ইবনে ফেরদাউস ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ রেহানা ফেরদাউসের বাবা।
উল্লেখ্য, বর্তমান ভোলা শহরের এশিয়া ডায়াগনষ্টিক সেন্টারের স্থানে তৎকালীন সময়ে ফেরদাউস টেইলার্স অবস্থিত ছিল। এ টেইলার্সের সুনাম বা পরিচিতি ভোলা জেলা ব্যাপী ছিল। তখনকার সময়ে (৭০ থেকে ৯০) দশক পর্যন্ত এখানকার প্রস্তুতকৃত পোষাক না পড়লে ছেলে-মেয়েদেরকে মডার্ণ মনে হতো না। পরবর্তিতে টেইলার্স ব্যবসার ভীড়ে আফসার উদ্দিন ফেরদাউস তার ব্যবসা গুটিয়ে বিদেশ চলে যান। এরপর তিনি বিদেশ থেকে ফিরে এসে অন্য কোন ব্যবসায় নিজেকে মনোনিবেশ করেননি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।