ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে ভোলায় ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত

ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ১০টি বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ১০টি বিষয় সাধারণ মানুষের মাঝে প্রচারনার লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোলায় ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৭২নং গজারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলারকণ্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, আব্দুল মান্নান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার মোঃ হাসনাইন আহম্মেদ মুন্নাসহ প্রায় ২০০শতাধিক লোক।
অনুষ্ঠানে বক্তারা ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নেন। সেগুলো হচ্ছে- একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তার দীর্ঘ সময় আলোকপাত করেন।
এছাড়া ওই দিন বকাল ৪টায় উত্তর দিঘলদী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের রজ্জব আলী হাজি বাড়িতে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন বক্তব্য প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।