শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে করোনা কালীন সময়ে দেশে মৃত্যুর হার অনেক কম ছিল- এমপি শাওন

ভোলা-৩ লালমোহন-তজুমদ্দিন আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মহামারী করোনার ধাক্কা এখনও পুরোপুরো বিদায় হয়নি। তাই আমাদের সকেলকে সাবধানে থাকতে হবে। সকলকে মাস্ক বাধ্যতামূলকভাবে পড়তে হবে। গত বছর যখন করোনার কারনে ভারতের মৃত্যুর মিছিল চলছিল। সেখানে মহান আল্লাহর রহমতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে করোনা কালীন সময়ে আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম ছিল। যার কারনে আমাদের দেশের অর্থনৈতিক ধাক্কা আমরা সামলিয়ে উঠতে পেরেছি।
শনিবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন কালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য কালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, গত বছর প্রথম যখন করোনার প্রভাব শুরু হলো তখন আমি নিজে এই লালমোহন তজুমদ্দিনের মানুষের পাশে থেকেছি।আমাদের এলাকাকে কারোনা মুক্ত রাখার জন্য আপনাদের পাশে ছিলাম।তখন লকডাউনে কর্মহীন মানুষেদেরকে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী নিজ হাতে বিতরন করেছি।
ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা জেলা পরিষদের সদস্য মাকসুদুর রহমান হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ইউসুফ মনজু, বিদ্যালয়ের শিক্ষক ও টিকা গ্রহণকারী শিক্ষার্থীসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।