ভোলায় এক ইউপি মেম্বার প্রার্থীর নির্বাচন বর্জন

ভোলায় এক ইউপি সদস্য প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। ভোট শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে তিনি এ নির্বাচন বর্জন করেন। বুধবার (৫ জানুয়ারী) সকালে তার বাড়ীতে সাংবাদিকদের উপস্থিতিতে এ নির্বাচন বর্জন করেন।
জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী জুয়েল মাল (ফুটবল প্রতিক) নিয়ে নির্বাচনের মাঠে ছিলেন। তার এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদুর রহমান সিকদার (মোরগ প্রতিক) তাকে এবং তার কর্মী-সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে নির্বাচন থেকে সড়ে দাড়ানোর জন্য হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। কিন্তু তার পরেও তিনি নির্বাচন থেকে সড়ে দাড়াননি। ছিলেন নির্বাচন পর্যন্ত। কিন্তু নির্বাচনের দিন তিনি কেন্দ্রে এজেন্ট দেন। মাকসুদ সিকদারের লোকজন তার এজেন্টদেরকে গাল-মন্দ ও হুমকি-ধমকি এবং হেনস্থা করে কেন্দ্র থেকে বের করে দেন। তাই জুয়েল মাল হুমকি-ধমকি কারণে তার ও কর্মী-সমর্থক এবং ভোটারদের জান মাল নিরাপত্তর স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।