সর্বশেষঃ

মনপুরায় আগুনে পুড়ে ছাই করাতকল

ভোলার মনপুরায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় করাতকল। এই সময় ভোর রাত ৫ টায় ঢাকা থেকে লঞ্চে করে আসা এক যাত্রী করাতকলে আগুন জ্বলতে দেখে পুলিশের হট লাইন ‘৯৯৯’ তে ফোন দেয়। পরে ওই হট লাইন থেকে মনপুরার ফায়ার সার্ভিসকে অবহিত করলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন নেওয়ার আগে করাতকলের ঘর ও যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়।

মঙ্গলবার ভোর রাত ৫ টায় উপজেলার হাজীরহাট ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন পূর্বপাশে অবস্থিত আবদুল হালিম ফারুকের করাতকলে এ ঘটনা ঘটে। করাতকলের মালিক হাজীরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পরে দুপুর ২ টায় ওসি সাইদ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।


এ ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু সাইদুজ্জামান জানান, ৯৯৯ থেকে ফোন দেওয়ার পর ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্মীরা। তা নাহলে পুরো বাজারে আগুন লেগে পুড়ে যেত। তবে বিড়ি বা সিগারেট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
এ ব্যাপারে মনপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।