ভোলায় ট্যাপ এর প্রচারণা

ট্রাস্ট ব্যাংক ও আজিয়াটা গ্রুপের যৌথ উদ্যোগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ট্যাপ নিয়ে সারাদেশে কাজ করছে। তারই ধারাবাহিকতায় ভোলাতেও কাজ করছে তারা। ভোলার সাধারণ মানুষকে তা জানান দেয়ার জন্য মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে প্রচারণায় নামে প্রতিষ্ঠানটি। বর্ণাঢ্য আয়োজনে শহরের উকিলপাড় থেকে একটি শোভা যাত্রা বের হয়। শোভা যাত্রাটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যুগিরঘোল-এ গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা ডিস্ট্রিবিউটর তরিকুল ইসলাম কায়েদ, ট্যাপ এর টেরিটরি ম্যানেজার বাপন চন্দ্র দাসসহ কোম্পানির একাধিক কর্মকর্তা।
তাছাড়া আলোচনা সভায় স্থানীয় অনেকের বক্তব্য ছিল ট্যাপ একটি সময় উপযোগী মোবাইল ব্যাংকিং। যার মাধ্যমে অতি দ্রুত সময়ে টাকা পাঠানো এবং গ্রহণ করা সম্ভব। ট্যাপ অন্যান্য প্রতিষ্ঠান চাইতে দ্রুত এবং নির্ভেজাল সময় উপযোগী মোবাইল ব্যাংকিং যাহা প্রতি হাজারে ১৪ টাকা ৭০ পয়সা খরচ হবে। ট্যাপ ব্যবহারে আমরা আমাদের লেনদেন নিরাপদ মনে করি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।