ভোলার উত্তর দিঘলদীতে সচেতনতামূলক সভা

বেসরকারি উন্নয়ন সংস্থা আইসিডিএস এর উদ্যোগে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের সরদার বাড়িতে জেন্ডার ইস্যুজ এবং হেল্পলাইন বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) আইসিটি ডিভিশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিডিএস এর নির্বাহী পরিচালক মোঃ মর্তুজা খালেদ। সভাপতিত্ব করেন আইসিডিএস এর ব্রাঞ্চ ম্যানেজার ও সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মাহামুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আরএইচডিও’র নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান। সভাটি পরিচালনা করেন আইসিডিএস এর ফিল্ড অফিসার রিক্তা রানী।
বক্তারা সভায় জেন্ডার ইস্যুজ এবং সরকারি হেল্পলাইন নাম্বারসমূহ যেমন ঃ ১০৯৮, ১০৯, ৯৯৯ ও ৩৩৩ সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করেন। এ সময় শিশু সহায়তায় হেল্পলাইন ১০৯৮ এ কর্মরত এক কর্মকর্তা সাথে সরাসরি মোবাইল ফোনে সংযোগ স্থাপন করা হয়। তিনি অংশগ্রহণকারীদেরকে শিশু সুরক্ষায় নাম্বারটি ব্যাবহারের প্রতি গুরুত্বারোপ করেন। সচেতনতামূলক সভাটিতে আইসিডিএস এর অর্ধশতাধিক নারী গ্রুপ সদস্য অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।