সর্বশেষঃ

ভোলার শিবপুরে ২ গ্রুপের সংঘর্ষ, আহত-৪

ভোলার শিবপুর ব্যাপারি বাজার সংলগ্ন বাদুর বাড়ির দরজায় টিউবওয়েল প্রতীক মেম্বার প্রার্থীর সেকান্তরের ক্লাবে বসাকে কে কেন্দ্র করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী ‍তালা প্রতীকের প্রার্থী মান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সংঘর্ষে মোসলেউদ্দিন (৫০),ইদ্রিস (৫৫),শাহে আলম (৪৮), শুভ মহাজন ২৪,লোকমান সর্দার টিউবওয়েল প্রতীকের মেম্বার প্রার্থীর ছেলে সহ ৪ জন আহত হয়েছেন।

সোমবার রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাপারি বাজারে বাদুর বাড়ির দরজায় এ ঘটনা ঘটেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত টিউবওয়েল প্রার্থীর ছেলে শুভ মহাজন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবা সেকান্তর শিবপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে (সাধারণ সদস্য) মেম্বার পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় টিউবওয়েল প্রতিকের মেম্বার প্রার্থীর অফিসে কর্মী-সমর্থক নিয়ে আমাতের সমর্থকরা টিভি দেখতেছেন।
হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্ধি তালা প্রতিক প্রার্থী মান্নানের নেতৃত্বে খলিল,আলি,রাকিব,মামিন,শাহে আলম,মনির, জামাল,সিদ্দিক মাস্টার,ফারুক নিজে অফিসের ভিতরে ডুকে অর্তকির্তভাবে লাঠি দিয়ে হামলা করেন।
এতে সেকান্তর প্রার্থীর সমর্থক মোসলেউদ্দিন (৫০),ইদ্রিস (৫৫),শাহে আলম (৪৮), শুভ মহাজন ২৪,লোকমান সর্দার টিউবওয়েল প্রতিক প্রার্থীর ছেলে সহ ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে মধ্যে মোসলেউদ্দিনের অবস্থা গুরতর হওয়ায় তাকে বরিশালে নেওয়া হয়েছে।
আহতদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার বিষয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মান্নানের সাথে যোগাযোগ করার চেস্টা করা হলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়েছি তবে এ ঘটনায় কারো কাছ থেকে এখনো অভিযোগ পাইনি।
অভিযোগ পেলে বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহন করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।