তজুমদ্দিনে প্রাথমিক ও গণশিক্ষা উপানুষ্ঠানিক শিক্ষন প্রকল্প উদ্বোধন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপান্ষ্ঠুানিক শিক্ষা ব্যুরো র আওতায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) তজুমদ্দিন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তজুমদ্দিনে প্রকল্পটি বাস্তবায়ন করছে ভোলা সেবা সংঘ। দুই সিফটে শিক্ষন কেন্দ্রের এই প্রকল্পে আওতায় ৩ শত কেন্দ্রে তৃণমূল পর্যায়ে ১৫ থেকে ৪৫ বৎসর বয়সী নর-নারী কে স্বাক্ষরতা অভিযান পরিচালনা করা হবে।
নিরক্ষর দূর করার লক্ষে মুজিব শতবর্ষকে সামনে রেখে দেশের ৬৪ জেলার ২১ লক্ষ নিরক্ষর জনগোষ্ঠিকে স্বাক্ষর করার অভিযান দেশব্যাপী পরিচালনার লক্ষ্য গ্রহন করে সরকার। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে মধ্য চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়ে ভোলা সেবা সংঘ চেয়ারম্যান মুন্সি ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রোগ্রাম অফিসার সাইদুর রহমান।
এ সময় প্রধান অতিথি মরিয়ম বেগম বলেন, যে জাতি যত শিক্ষিত, তারা তত উন্নত। শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই বিভিন্ন প্রকল্প গ্রহন করে জাতিকে উন্নত করার চেস্টা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।