দ্রব্যমূল্যর দাম ও গণপরিবহণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভোলায় কৃষকদলের লিফলেট বিতরণ

দব্যমূল্যের উর্ধ্বগতি ও গণপরিবহণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ভোলায় লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরের সদর রোড এ কর্মসূচী পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ভোলা জেলা কৃষকদলের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তছলিম, সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ, দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, থানা কৃষকদলের সভাপতি কাজী সাইফুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ গোলদার, প্রচার সম্পাদক মোঃ নাজিমসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, রাষ্ট্রীয় অর্থনীতিতে হরিলুটের মধ্যেও মরার উপর খারার ঘাঁ এর মতো এবার কেরোসিন, ডিজেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহণের ভাড়া বৃদ্ধিতে জন-জীবন অতীষ্ঠ হয়ে উঠেছে। তাই অবিলম্বে এসব নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।