সর্বশেষঃ

এবার রাজধানীতে ময়লার গাড়ির চাঁপায় সংবাদকমীর মৃত্যু

রাজধানীর কলাবাগান থানাধীন পান্থপথে বসুন্ধরা সিটির বিপরীতে ময়লার গাড়ির চাপায় আহসান কবির খান (৪৮) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দৈনিক সংবাদে কাজ করতেন। কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর পোনে ৪ টায় মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে প্রাথমিক ভাবে জানাগেছে, ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে গেলে তিনি এক দিকে চালক অন্য দিকে। পরে গাড়িটি তার মাথার উপর দিয়ে চলে যায়। তার মাথায় হেলমেট থাকা সত্বেও চেপ্টা হয়ে যায়। এতে ঘটনাস্থরেই মারা যান। তিনি বলেন ঘটনাস্থলে আমাদের উর্ধতন কর্মকর্তারা রয়েছেন। তবে এ ঘটনায় আরেক জন আহত হয়েছেন। তিনি স্থানীয় কোন হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারেন।
নিহত আহসান কবির খান ঝালকাঠির সদর উপজেলার শিরজু গ্রামের আব্দুল মান্নান খানের ছেলে। বর্তমানে মগবাজার চান ব্যাকারি গলিতে পরিবার নিয়ে থাকতেন। নিহত কবির খান এক ছেলে এক মেয়ের জানক। তার স্ত্রীর নাম নাদিরা পারভিন রেখা-নিহতের ফুফাতো ভাই মিজানুর রহমান জানিয়েছেন এ সব তথ্য।
এর আগে আহসান কবির প্রথম আলো’র প্রেসে চাকরি করেছেন। বর্তমানে সংবাদ পত্রিকার কাজ করছেন। এছাড়াও গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করেন। নিহতের স্ত্রী বলেন, তিনি স্বামী মোটরসাইকেল চালাতে পারেন না। হয়তো কারো সাথে যাচ্ছিলেন। বেলা ১১ টায় দিকে কাজে বের হয়েছিলেন তিনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।