ভোলার বাণীতে সংবাদ প্রকাশের পর

দৌলতখান হাসপাতাল পুকুরের ঘাটলা নির্মাণের দায়িত্ব নিলেন ‘ইউএনও’

দৈনিক ভোলার বাণী পত্রিকায় সংবাদ প্রকাশের পর দৌলতখান হাসপাতাল পুকুরের ঘাটলা নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইউএনও। গত রবিবার দৈনিক ভোলার বাণী পত্রিকায় ‘এক বছর ধরে ভেঙে পড়ে আছে দৌলতখান হাসপাতালের পুকুরের ঘাটলা, ভোগান্তিতে রোগী ও মুসল্লিরা’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি উপজেলা প্রশাসনের দৃষ্টিগোচর হয়।’

এর পরপরই রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগ কমাতে দ্রুত ঘাটলা নির্মাণ করতে প্রদক্ষেপ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার।
তিনি বলেন, হাসপাতালের রোগী ও মুসল্লিদের দুর্ভোগ লাঘবে দ্রুত নতুন ঘাটলা নির্মাণ করে দেওয়া হবে। জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশের জন্য দৈনিক ভোলার বাণীর সম্পাদক ও প্রতিবেদককে ধন্যবাদ জানান তিনি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান বলেন, রোগীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জনকল্যাণকর সংবাদের প্রতিবেদককেও ধন্যবাদ জানাচ্ছি।’

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।