প্রথম দিনেই অনুপস্থিত ৫৬ পরীক্ষার্থী

ভোলায় ২ শিক্ষক ও ১ পরীক্ষার্থী বহিষ্কার

ভোলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ২ শিক্ষক ও ০১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষর প্রথম দিনে জেলার দৌলতখান উপজেলার আজাহার আলী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ০১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অপরদিকে অসদুপায় অবলম্বনে দায়ে ভোলা সদর উপজেলার টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা বেগম এবং রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবুল চন্দ্র রায়কে বহিষ্কার করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশাল এর পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।


আরো জানা যায়, প্রথম দিনের এসএসসি পরীক্ষায় রবিবার বরিশাল বোর্ডের অধীনে ভোলা জেলার ২৩ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভোলা জেলার ২৩টি কেন্দ্রে ৪ হাজার ৯শত ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৮ শত ৫৫ জন অংশগ্রহন করে। ভোলায় প্রথম দিনের পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।