বিশ্বকাপ সেমিফাইনালে যে যার মুখোমুখি ?

ভারত-নামিবিয়া ম্যাচ দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। এই ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। কারণ, আগেই নির্ধারিত হয়ে গেছে চার সেমিফাইনালিস্ট। শিরোপার জন্য নকআউট পর্বে লড়াই করবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। বাদ পড়ে গেছে হট ফেবারিট ভারত।
আগামী ১০ নভেম্বর, বুধবার আবুধাবিতে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। বাংলাদেশ সময় রাত ৮টায় সেই ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর গ্রুপ-২ রানার্স নিউজিল্যান্ড। পরদিন ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে লড়াই হবে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ রানার্স অস্ট্রেলিয়ার। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় রাত ৮টায়।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর রবিবার। রাত ৮টার ওই ম্যাচ দিয়েই এবারের মত পর্দা নামবে বিশ্বকাপের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর ২০২৩ সালে আবার ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে ব্যর্থ দল বাংলাদেশ। সুপার টুয়েলভে তারা একটা ম্যাচও জিততে পারেনি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।