লালমোহন আজিজুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাথে এ কেমন শত্রুতা

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়য়নের ৮নং ওয়ার্ডে পূর্ব চর উমেদ এলাকায় আজিজুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১৯৯৭ সালে স্থাপিত হয়। ২০০১ সালে পাঠদানের অনুমতি পায়, তখন থেকে এই পূর্ব চর উমেদ আজিজুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সফলতার সাথে এগিয়ে চলছে। সম্প্রতি কিছু সময় ধরে একটি কু-চক্রী মহল এই বিদ্যালয়ের সুনাম নষ্ট করার লক্ষ্যে সংঘবদ্ধ চোর বিদ্যালয়ের দরজা জানালা ভেঙে বিদ্যালয়ের বিভিন্ন আবাসনপত্র, চেয়ার-টেবিল, ফ্যান নিয়ে যায়। সর্বশেষ গত বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিদ্যালয়ের সাইনবোর্ডটি কেটে এবং দরজা জানালা ভেঙে চলে যায়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, আমাদের এই আজিজুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সফলতার সাথে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু কয়েক মাস পূর্বে থেকেই একটি কু-চক্রী মহল এ বিদ্যালয়ের সুনাম নষ্ট করার লক্ষ্যে বিদ্যালয়ের আবাসনপত্রসহ আমাদের বিদ্যালয়ের সাইনবোর্ড কেটে নিয়ে যায়। এজন্য আমরা লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বরাবর একটি আবেদন করবো। ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, একজন শিক্ষাবান্ধব এবং একজন দানবীর উন্নয়নের রূপকার। আমরা এই আজিজুর রহমান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভবন না থাকার কারণে মূলত আমাদের সমস্যাটা প্রতিনিয়ত ঘটে। এ জন্য মাননীয় এমপি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের অত্র প্রতিষ্ঠানের সফলতার কথা মাথায় রেখে আমরা যেন একটি ভবন পেত পারি এমপি মহোদয় এই ব্যবস্থা করে দিবেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।