ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে দেওয়ার দাবিতে আন্দোলনের প্রাথমিক কর্মসূচি গ্রহণ

ভোলার ঘরে ঘরে গ্যাস দেওয়ার দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে গত বুধবার ও বৃহস্পতিবার দুই পর্বের আলোচনা শেষে আন্দোলনের প্রাথমিক কর্মসূচি গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে বিস্তারিত আলোচনা শেষে আন্দোলনের প্রাথমিক কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি আগামী শনিবার ৩১ অক্টোবর মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে ঘোষণা করা হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের সভায় পূর্ব ঘোষিত আন্দোলন কমিটিতে আরো দশজনকে অন্তর্ভূক্ত করা হয়। এরা হচ্ছেন ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান, রবিউল আলম, মাহাবুব মোর্শেদ বাবুল, এডভোকেট শামিম আহমেদ, প্রভাষক কাজি জাকির হোসেন, শেখ ফরিদ, মোঃ রুবেল, খায়রুল আলম মুকুল, আমিরুল ইসলাম মিঠু ও মোঃ মিসির। সূত্রে জানা যায়, প্রাথমিক কর্মসূচির মধ্যে রয়েছে লিপলেটিং, মাইকিং, মানববন্ধন, স্মারক লিপি প্রদান প্রভৃতি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।