ভোলায় গ্যাস সংযোগের দাবিতে আন্দোলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলার মাটিতে প্রাপ্ত গ্যাস ভোলার ঘরে ঘরে দেওয়ার দাবিতে বৃহত্তর আন্দোলনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) মিউনিসিপ্যাল কো-অপারেটিভ ভবনে ক্রেতা ও ভোক্তার সংগঠন কনুজুমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ-(ক্যাব) জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ভোলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ সভায় গ্যাসের দাবিতে বক্তব্য রাখেন। ভোলায় গ্যাস সংযোগের জন্য সরকার অনুমোদিত সুন্দরবন গ্যাস কোম্পানীর প্রদত্ত ডিমান্ড নোট অনুযায়ী সহ¯্রাধিক ব্যক্তির টাকা জমা নেওয়া সত্ত্বেও গ্যাস সংযোগ না দেওয়ায় সভায় বক্তাগণ ক্ষোভ প্রকাশ করেন।
সভার আলোচনা থেকে জানা যায়, চার সহ¯্রাধিক ব্যক্তি পারিবারিক কাজে গ্যাস সংযোগের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত ডিমান্ড নোট অনুযায়ী ১২০০ ব্যক্তি তিন বছর পূর্বে টাকা জমা দিয়েছেন কিন্তু আজ-কাল করতে করতে তিন বছর পার করা সত্ত্বেও এখন পর্যন্ত গ্যাস সংযোগ দেওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। তাই গ্যাস সংযোগ পাওয়ার দাবিতে ভোলার জনগন আন্দোলনে যাবার জন্য প্রস্তুতি সভায় বসে এবং আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করেন।
সভা শেষে “ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি” গঠন করা হয়। আন্দোলন কমিটির আহবায়ক নির্বাচিত হন মোবাশ্বির উল্লাহ চৌধুরী ও সদস্য সচিব আবদুল জলিল নান্টু। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন কবির ভূইয়া, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ আলী হোসেন নিজাম, শাহ আলম, আহসান উল্লাহ নাগর, প্রশান্ত কুমার রায় কুট্টি, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, সঞ্জয় কর্মকার ও মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল। সভায় আহবায়ক কমিটি অদ্য বৃহস্পতিবার বেলা ১১.০০ ঘটিকায় কো-অপারেটিভ ভবনে আরেকটি সভায় আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।