চির নিন্দ্রায় শায়িত হলেন হাজারো আলেমের ওস্তাদ মাওলানা সিদ্দিক আহমদ

চিন নিন্দ্রায় শায়িত হলেন হাজারো আলেমের ওস্তাদ, দারুল উলূম আজিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মুহাম্মদ সিদ্দিক আহমদ (রহ.)। বুধবার সকাল ১০টায় আলীনগর আজিজিয়া দারুল উলূল মাদ্রাসা ময়দানে নামাযে জানাযা শেষে তাকে মাদ্রসার সম্মুখে দাফন করা হয়। যে মাদ্রাসায় তিনি দীর্ঘ ৪০ বছর হাদীসের দরস প্রদান করেছেন। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের মেঝো ছেলে আলহাজ্ব মাওলানা আখতার হোসাইন ভূঁইয়া।
মরহুমের মৃত্যু সংবাদ শুনে ভোলার প্রত্যেকটি উপজেলা থেকে এমনকি দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এক নজর শেষবারের মত তাকে দেখার জন্য ছুটে আসেন। জানাজার আগে মাদ্রসা ময়দান দল-মত নির্বিশেষে লোকে লোকারাণ্যে পরিনত হয়। এ সময় হাজারো ভক্ত ও ছাত্রদের কান্নায় সেখানকার আকাশ-বাতাশ ভারী হয়ে ওঠে। মাওলানা মুহাম্মদ সিদ্দিক ভোলা জেলার অসংখ্য মাদারিসে কওমিয়া এর মুরুব্বী ছিলেন। বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে আছে ওনার বহু সাগরীদ ও শুভাকাঙ্খী। ভোলা জেলা কুরআনুল কারীম তাফসীর কমিটির দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।