মধ্যরাত : পর্ব-১৮

ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ন),

(গত পর্বের পর) : প্রফেসার অফিম বলল, ডিজনী ওয়ালর্ডকে বরিশালের সাথে তুলনা করা যায়। তেমনি খালবিল, গাছ গাছালির অন্ত নেই। সীমা নেই। যদিও টাকার গরমে এমেরিকানরা একেবারে চাঁদে, সমূদ্রে, আকাশে পাতালে, বিয়িাল্লিশ মাইল ব্যাপী ম্যাজিক কিংডমে ভরে রেখেছে। টাকায় কিনা হয়। প্রফেসার মিত্র বললেন, সেই সাথে শিক্ষা আছে। বিজ্ঞান আছে, কৃষ্টি আছে, কালচার আছে। এটাও স্বীকার করতে হবে।

একটি আর্টিফেশিয়াল বটগাছ। আমি বললাম, ঠিক বটগাছ যেমন ডালপালা ছড়িয়ে দিগ দিগন্ত বিস্তার করে, তার চেয়েও বেশী ছাড়ানো, আরও বেশি স্বাভাবিক। একপাশ দিয়ে সিড়ি বেয়ে উঠলাম। অন্য পাশ দিয়ে সিড়ি দিয়ে নেমে পড়লাম। গাছের কোটরে ছোট ছোট ছনের খড়। বই ছোট্ট ঘরে ছোট্ট হেরিকেন জালান। ঝুড়ি ভরা ঝুনো নারকেল। কোন ঘরে সুন্দর চোকিতে বিছানা চাদর দিয়ে পেতে ঝালর দেওয়া বালিশ রেখে দিয়েছে। মানুষের জীবন যাত্রার সঙ্গে এদের যোগাযোগ আছে বলে প্রমাণ রেখেছে।
ডময়ামি সি-বিচ এর অনেক গল্প হল এমেরিকার শেষ সীমানা। আটলান্টিক মহাসাগরের উত্তাল তরঙ্গ মালা ধু-ধু করে হাজার হাজার মাইল এর ব্যাপ্তি। ডেটোনা সি-বিচ এর কথা বললাম। সেখানেও কিছুক্ষণ থেমে ছিলাম। তখন দুপুর প্রচন্ড সূর্য্যরে তাপে ছেলে মেয়েরা সাগরের পাড়ে ¯œান সেরে কেউ চাদর পেতে পড়ে আছে। কেউ চেয়ার পেতে বসে আছে। সমূদ্রের অপূর্ব লীলা খেলা ছল ছল, কল কল মধূর গুঞ্জন শ্রবণ করছে। প্রেমিক প্রেমিকা যৌবন রসে ভরপুর। তাদের যৌবন এই সাগরের উদ্দামতার মতই উদ্দম ও উচ্ছল। আমি হেসে হেসে বললাম, সকলেই হেসে উঠল।
প্রফেসার বড়–য়া বললেন, তা আমাদের প্রশান্ত বাবুর কি খবর ? কতদিন আর বিয়ে না করে থাকবেন ? আমি চুপ করে থাকলাম। লাঞ্চ এর সময় হয়ে এল, যার যার মত সকলেই লাঞ্চ খেতে গেল। আমিও ম্যাকডোনালে গেলাম। সেখান থেকে নাস্তা সেরে বাসায় ফিরে এলাম। রাতে কেন জানি আমার বাংলাদেশের কথা মনে পড়ল। কেন জানি মনটা উতলা হল। আশ্চর্য্য এখনও মাঝে মাঝে দেশের স্মৃতি মনে জেগে অধীরহয়ে উঠি। সেই যে বিকেলে বরিশাল নদী পড়ে বেড়াতে আসতাম। মধ্য নদীর বুকে, পানসী নৌকার মাঝি নিরব নিঝুম চাদনী রাতে ভাটিয়ালী গানের সুরে লহরীর আওয়াজ তলত।
মন মাঝি তোর বৈঠা নেরে,
আমি আর বাইতে পারলাম না।
ইনিয়ে বিনিয়ে যেন আমার কানে ধ্বনি হতে লাগল। এসব গানগুলো হৃদয় বেদীর কাছে, প্রাণের অর্থ নিবেদন। আজ আমরা উচ্চ শিক্ষিত হয়ে দেশে-বিদেশে ঘুড়ে বেড়াই। কিন্তু এসব প্রাণ আকুল করা গানগুলো এক আত্ম নিবেদন এর নিগুড় মিনতি ঝরা। বাক্যহারা প্রাণের আকুতি। দিন যায় রাত আসে। সুশান্তর চিঠি পেলাম উমা নাকি আমার কথা খু-উ-ব বলে। বলল, সপ্তাহের ছুটিতে বেড়াতে যেতে। সুশান্ত নাকি অনেক কাল পর আমাকে কাছে পেয়ে অনেক আনন্দ পেয়েছে। ওনাকি উমাকে নিয়ে আমার এখানে বেড়াতে আসবে। শুনে খুব খুশী লাগল। তবু ভালো যদি কেহ আমার এখানে বেড়াতে আসে। আমাকে নিয়ে নাকি সুশান্ত কুইবেক সিটিতে বেড়াতে যাবে। এদের মনে কত আনন্দ, কহত শিহরণ দোলা দেয়।

(চলবে——)

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page