ভোলায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক শুদ্ধাচার পরিমাপক পরিচিতি করণ প্রশিক্ষণ কর্মশালা

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র-ডরপ এর ইন্টিগ্রিটি ইন স্কুল ওয়াশ প্রকল্পের উদ্যোগে ভোলা সদর উপজেলার অফিসার্স ক্লাব হলরুমে সোমবার (২৫ অক্টোবর) পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক শুদ্ধাচার পরিমাপক পরিচিতিকরণ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান ইন্টিগ্রিটি ইন স্কুল ওয়াশ প্রকল্পের আওতাধীন ১৫টি বিদ্যালয় এবং মাদ্রাসায় স্বাস্থ্যবিধি বিষয়ক সেশন পরিচালনাসহ সার্বিক সহয়তার অঙ্গীকার করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসান বলেন, স্কুলের ওয়াশখাতে শুদ্ধাচার নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মিত ফলোআপ পরিচালিত হবে এবং বিদ্যালয়ের ওয়াশখাতে নিজস্ব পৃথক বাজেট বরাদ্দ রাখা চলমান থাকবে।
উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আলম বলেন, ইন্টিগ্রিটি ইন স্কুল ওয়াশ প্রকল্প যাতে এডব্লিউআইএস টুলসের মাধ্যমে বিদ্যালয় এবং মাদ্রাসায়গুলোতে ওয়াশখাতে শুদ্ধাচার নিশ্চিত করতে পারে। সেক্ষেত্রে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপজেলা পরিষদ এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সাথে একাত্মতা প্রকাশ কাজ করবে।
এছাড়া এই কর্মশালায় আরো বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, নার্সিং ইনস্ট্রাক্টর মোঃ আফজাল হোসেন, পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সভাপতি মোঃ আবু তাহের, দৈনিক ভোলার বাণীর সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান, একাডেমীক সুপারভাইজার সিরাজুল ইসলাম, কো-অর্ডিনেটর জেসমিন মলি এবং ইউনিয়ন পরিষদের সচিবগণ। কর্মশালায় সভাপতিত্ব করেন ইন্টিগ্রিটি ইন স্কুল ওয়াশ কমিটির সভাপতি ও পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সহ-সভাপতি প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শান্তা মুনিয়া। কর্মশালায় স্থানীয় স্টেক হোল্ডারগণ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ক শুদ্ধাচার প্রয়োগের ক্ষেত্র সমূহ চিহ্নিত করে স্ব-স্ব মতামত উপস্থাপন করেন এবং কিভাবে ঝুকিপূর্ণ ক্ষেত্রসমূহের সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে মতামত দেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।