ভোলায় মন্দিরে যুবলীগের সিসি ক্যামেরা প্রদান

ভোলা সদর উপজেলার কাঁচাবাজার রোডের কুমারপট্টি কালিমাতা মন্দিরে সিসি ক্যামেরা প্রদান করেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট অর্থনীতিবীদ ডঃ আশিকুর রহমান। তার পক্ষে ভোলা জেলা যুবলীগের নেতৃবৃন্দ রোববার সকালে উপহার হিসাবে ৪টি সি.সি ক্যামেরাসহ আনুষাঙ্গিক সামগ্রী উপহার হস্তান্তর করা হয়। ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, হাবিবুর রহমান হাবু, আরিফুর রহমান রুমন, ফয়সাল বাবু, মেহেদী হাসান সোহেল, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাখাওয়াত হোসেন রনি, ঈসমাইল হোসেন নয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন শান্তর নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীগণ ডঃ আশিকুর রহমান শান্ত’র প্রীতি উপহার মন্দির কমিটির কাছে পৌঁছে দেন।

এ সময় মন্দির কমিটির পক্ষে প্রীতি উপহার গ্রহন করেন, জেলা পুঁজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু অসীম কুমার সাহা, সদর উপজেলা পুঁজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শান্ত ঘোষ, কুমারপট্টি কালিমাতা মন্দিরের উপদেষ্টা সাবেক পৌর কাউন্সিলর বাবু গোপাল চন্দ্র সাহা, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী বাবুল সাহা, সাধারণ সম্পাদক বাবু প্রবীর রায়, মন্দিরের পুরোহীত শ্রী সোমনাথ চক্রবর্তী প্রমুখ।
এসময় যুবলীগ নেতৃবৃন্দ বলেছেন, পর্যায়ক্রমে ভোলার গুরুত্বপুর্ন মন্দির সমুহকে আমাদের কেন্দ্রীয় নেতা ডঃ আশিকুর রহমান শান্ত ভাইর পক্ষ থেকে সি.সি ক্যামেরার আওতায় আনার সুব্যবস্থা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।