ভোলার ভেলুমিয়ায় প্রসপারিটি প্রকল্পের আয়োজনে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

ভোলার ভেলুমিয়ায় বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা খালেদা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চক্ষু শিবিরের আয়োজন করে। আজ সকালে চক্ষু শিবিরের উদ্ভোধন করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।


চক্ষু শিবিরে প্রায় আড়াইশত রোগীর চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ ও চশমা বিতরন করা হয়। ১৬ জন রোগীকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। এদের সংস্থার খরচে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। বরিশাল ইসপাহানি ইসলামিয়া চক্ষু ইনিস্টিটিউট ও হাসপাতাল এর বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে এ চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
চক্ষু শিবিরে আরো উপস্থিত ছিলেন পরিচালক (কর্মসূচি) হুমায়ুন কবীর, পুষ্টিবিদ বাবুল আক্তার, রিপোর্টিং অফিসার সোনিয়া বেগম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।