বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত, সম্মাননা পেলেন ৫ জয়িতা
টি-২০ তে সুপার টুয়েলভে বাংলাদেশের ম্যাচগুলোর সূচি
পাপুয়া নিউগিনিকে বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে একই দিনের দ্বিতীয় ম্যাচে ওমান হেরে যাওয়ায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। এবার দেখে নেওয়া যাক, সুপার টুয়েলভে টাইগারদের প্রতিপক্ষ কারা।
গ্রুপ রানার্সআপ হওয়ায় বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এর হয়ে। যে গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং গ্রুপ ‘এ’ থেকে যাওয়া একটি দল (সম্ভাব্য শ্রীলঙ্কা)। অন্যদিকে স্কটল্যান্ড যাবে গ্রুপ-২ এ। তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান আর গ্রুপ ‘এ’ থেকে যাওয়া একটি দলের বিপক্ষে (সম্ভাব্য আয়ারল্যান্ড)।