সর্বশেষঃ

ভোলায় প্রসপারিটি প্রকল্পের আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

ভোলায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ভোলা ও পটুয়াখালি জেলায় ছয়টি ইউনিয়নে দিবসটি পালন করা হয়। এরই অংশ হিসেবে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের উঠোনে নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসুচির মধ্যে ছিল শিশুদের পুষ্টি অবস্থার পরিমাপ প্রয়জনিয় পরামর্শ প্রদান, গর্ভবতি প্রসূতি নারিদের পুষ্টি অবস্থা পরিমাপ, পুষ্টি বিষয়ক কাউন্সিলিং ও বয়স ভিত্তিক আদর্শ খাবার নির্বাচন এবং কিশোরী ক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, প্রকল্প পরিচালক আবু বকর তানবির, পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার, রিপোর্টিং কর্মকর্তা সোনিয়া বেগম ও সহকারী টেকনিক্যাল কর্মকর্তাবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।

You cannot copy content of this page