বোরহানউদ্দিনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের সুস্থতায় দোয়া মাহফিল

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১৯ অক্টোবর) বাদ যোহর নামাজের পর বোরহানউদ্দিন জামে মসজিদে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম খান হৃদয়ের নেতৃত্বে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান, পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির সেলিম, বোরহানউদ্দিন উপজেলার সাবেক ছাত্রদলের সভাপতি জসিম খান, বোরহানউদ্দিন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শিপন হাওলাদার, বোরহানউদ্দিন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিক ইসলাম রুবেল, বোরহানউদ্দিন উপজেলার ছাত্র দলের আহব্বায়ক আলম খান হৃদয়, পক্ষিয়া ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস ভূইয়া, পাভেলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।