সর্বশেষঃ

শেখ রাসেল শৈশব থেকেই দুরন্ত ও প্রাণবন্ত ছিলেন- এমপি শাওন

বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ভোলার লালমোহনে জাতীয় শেখ রাসেল দিবস পালিত হয়েছে। শেখ রাসেল স্মৃতি সংসদ লালমোহন উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে উপজেলা নতুন অডিটরিয়ামে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
সোমবার (১৮ অক্টোবর) উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরের সঞ্চালনায়, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো, জালাল উদ্দিন বেল্লালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃন্য ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত হন শেখ রাসেল।

তিনি আরও বলেন, শেখ রাসেল ছিলেন শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত। শেখ রাসেলের জীবন সম্পর্কে সকলকে জানতে হবে। অল্পসময়ের জীবনে শেখ রাসেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে পৃথিবীর বিভিন্ন রাস্ট্রে ভ্রমন করেছেন। শেখ রাসেল ছিলেন প্রখর মেধাবী ও দূরদৃষ্টিসম্পূর্ণ। আজকে যদি শেখ রাসেল বেঁচে থাকতো তাহলে হয়তো জাতীর পিতার স্বপ্ন তার হাত ধরে বাস্তবায়ন হতো। জাতীর পিতার অবর্তমানে আজকে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করেছেন।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, মোখলেছুর রহমান হাওলাদার, ভাইস চেয়ায়ম্যান আবুল হাসান রিমন, মাছুমা বেগম, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ, যুগ্ম আহবায়ক আনম শাহজামাল দুলাল, মঞ্জু তালুকদারসহ আওয়ালীগের বিভিন্ন নেতাকর্মীবুন্দ। আলোচনা সভা শেষে কেক কেটে শেখ রাসেলের জন্মদিবস উদযাপন করেন এমপি শাওন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।