লালমোহনে পাওনা টাকা চাওয়ার কারণে কুপিয়ে জখমের অভিযোগ

ভোলার লালমোহনে দোকানের পাওনা টাকা চাওয়ার কারণে ব্যবসায়ী বাবুল (৩০) কে কুপিয়ে জখম করছে করার অভিযোগ পাওয়া গিয়েছে। বাবুলের বাবা শাহে আলম জানান, উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড ফামেতাবাদ গ্রামের বউ বাজারে দীর্ঘদিন ব্যবসা করে আসছে বাবুল। বাবুলের দোকান থেকে বিভিন্ন সময়ে বাকীতে সদায় নিত স্থানীয় এলামত বেপারীর ছেলে মাকসুদ। কিন্তু অনেক দিন যাবত মাকসুদ টাকা না দেয়ার কারণে বাবুল মাকসুদের বিরুদ্ধে স্থানীয় ভাবে কয়েকজনকে জানায়। স্থানীয়রা দুজনকে নিয়ে বোরবার বিকালে বসলে মাকসুদ ৪ দিন পর টাকা ফেরত দিবে বলে জানায়। কিন্তু মাকসুদ ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে তার নেতৃত্বে লিটন, হারুন, সুমন, হৃদয়সহ অনান্যদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র দা, রড, লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায় বাবুল সহ অন্যদের উপর। এতে ঘটনা স্থলে বাবুলের মাথা ফেটে যায় এবং বাবুলের বাবা শাহেআলম, মোশারেফ, কামালসহ অনান্যরা আহত হয়। ঘটনাস্থলে গুরুতর আহত বাবুল, কামাল, শাহে আলম কে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। বাবুলের মাথায় প্রায় ১২ টি সেলাই করতে হয়। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি অবস্থায় রয়েছে। শাহে আলম আরও জানান তারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছে, আমরা সুস্থ হয়ে এর বিচার চেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
এ ব্যাপারে অভিযুক্ত মাকসুদকে জিজ্ঞাসা করলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমার ছেলে ও বড় ভাইকে মারেছে। কেন মারেছে তা জিজ্ঞাসা করাতে আমাকেও মারছে আমি বর্তমানে চরফ্যাশন হাসপাতালে ভর্তি অবস্থায় আছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।