ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু

ভোলায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ছুরিকাঘাতে আবুল বাশার (৫৫) নামের এক চায়ের দোকান মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড নবীপুর বাঁশতলা গ্রামের বাঁশতালা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো আবুল বাশার তার চায়ের দোকানে সিঙাড়া তৈরি করছিলেন। এ সময় ওই এলাকার বিশ হাওলাদার বাড়ির হাজির মানসিক ভারসাম্যহীন ছেলে জাবেদ দোকানের সামনে এসে চায়ের কাপ ও সিঙাড়া নিয়ে ঝামেলা করে। এ সময় দোকান মানিক আবুল বাশার তাকে বাঁধা দিলে জাবেদ তাৎক্ষণিক পাশে থাকা ছুরি দিয়ে তার বুকে ও হাতে এলোপাথাড়ি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানায়, জাবেদ দীর্ঘ দিন বাড়িতে শিকলবন্দি থাকার পর ছাড়া পেয়েছে। সে এর আগে একাধিক মানুষকে ছুরিকাঘাত, লাঠিপেটা করেছে। নিহত আবুল বাশারের ছোট ভাই মো. জাকারিয়া অভিযোগ করে বলেন, মোহাম্মদ হাজির ছেলে জাবেদ কোনো মানসিক রোগী নয়। সে আমার ভাই আবুল বাশারের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ভাইয়ের ওপরে জাবেদ ছুরিকাঘাত করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত ওই এলাকার মোহাম্মদ হাজির ছেলে জাবেদকে আটক করা হয়েছে। জাবেদ মানসিক ভারসাম্যহীন কি না, তা এখনও বলা যাচ্ছে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।