ভোলায় পুলিশ ম্যারাথন দৌড়

ভোলা জেলা পুলিশ ম্যারাথন দৌড় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলাতে চল” এ স্লোগান নিয়ে এবং মাদক থেকে যুবসমাজকে দুরে রাখতে জেলা ক্রিড়া সংস্থার সার্বিক সহায়তায় জেলা পুলিশ এ ম্যারাথনের আয়োজন করেছে।

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট চত্বরে বেলুন উড়িয়ে উদ্বোধক হিসাবে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক তৈফিক-ই-লাহী চৌধুরী। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানের পর পরই ব্যাংকের হাট চত্বর থেকে ভোলা সরকারি স্কুল মাঠ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড়ে বিভিন্ন বয়সী শতাধিক ক্রিড়ামোদী অংশ নেন। এটি সবার জন্য উম্মুক্ত ছিল। এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ২৯ মিনিট সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন নয়ন, ৩৪ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন রাকিব ও ৩৫ মিনিট সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন তারেক। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।