দৌলতখানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

ভোলা দৌলতখানে ৭টি প্রতিষ্ঠানকে অভিযান চালিয়ে ৭২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার। বৃহস্পতিবার (১৫ অক্টোম্বর) দৌলতখান বাজারে ৭টি প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মেয়াদের তারিখ উল্লেখ না থাকার কারনে এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযানে ফরাজি স্টোর কে ১০০০ হাজার টাকা, স্বুাস চন্দ্র দাস কে ২০০টাকা, বিসমিল্লাহ রেস্টুরেন্ট কে ১০০০ টাকা, মোঃ নিরব কে ১০০০টাকা, মাকসুদুর রহমান কে ১০০০টাকা, মোঃ মাহবুব কে ১০০০টাকা, মোঃ কামাল কে ১০০০টাকা, মডার্ণ বিউটি পার্লার কে ১০০০টাকাসহ মোট ৭২০০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ভঙ্গের দায়ে সাতটি প্রতিষ্ঠানকে এই অর্থদ- প্রদান করা হয়েছে। তবে আমাদের অভিযান চলমান থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।