দৌলতখানে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এমপি মুকুল ও ডিআইজি
ভোলার দৌলতখানে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল ও বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান। গত বুধবার (১৪ অক্টোবর) রাতে দৌলতখান পৌর শহরের কেন্দ্রীয় (শ্রী শ্রী ঠাকুর মদনমোহন বাউজির মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তাঁরা।
এসময় প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল উপজেলার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করে আয়োজকদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় ডিআইজি দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্ক খোঁজ খবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি মুকুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। সবাই মিলে এ উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ার্যামন মনজুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ আওয়ামাীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।