ভোলায় আসক ফাউন্ডেশন এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে সচেষ্ট, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (আসক)” ভোলা জেলা শাখা কর্তৃক ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আসক ভোলা জেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন আজিম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আসক ফাউন্ডেশন ভোলার ধর্ম সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক কাজী মহিব্বুল্লাহ আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল হাই মামুন, সাহিত্য সংস্কৃতির সম্পাদক এডভোকেট সুমন খাইরুল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন
এডভোকেট মোঃ ফরিদুল ইসলাম, এডভোকেট এমদাদুল হাসান, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন। শিক্ষা সম্পাদক আবু সালাম, সাংবাদিক বেল্লাল নাফিজ, সাংবাদিক গিয়াস উদ্দিন, সাংবাদিক ফরিদুল ইসলাম।

ভোলা জেলা কমিটির উপদেষ্টা হিসেবে সার্বিক সহযোগিতা করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী চৌধুরী সাবেক জেলা কমান্ডার ভোলা। প্রফেসর মোহাম্মাদুল্লাহ স্বপন ভোলা সরকারি কলেজ,
মাকসুদুর রহমান- সম্পাদ দৈনিক ভোলার বানী, এডভোকেট সালাহ উদ্দিন আহমেদ প্রিন্স ও এডভোকেট ইফতারুল হাসান শরিফ,
অনুষ্ঠানে কেক কেটে ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন সহ গত ১বছরের মানবাধিকার লংঘনের ঘটনা ও প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা ভোলা জেলায় আগামী ১ বছর যেখানেই মানবাধিকার লংঘিত হবে সেখানেই তার প্রতিহত করার দৃৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।