সর্বশেষঃ

অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণই শেখ হাসিনার অঙ্গিকার : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতির পিতার ভাষনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের হিন্দু মুসলমানরা একসাথে স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে হানাদার বাহিনীকে পরাজিত করেছে। যে কারনে পৃথিবীর ইতিহাসের কম সময়ে স্বাধীন হওয়া রাস্ট্রের নাম বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও আওয়ামীলীগের নির্বাচনী ইসতেহার অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মান করা। মঙ্গলবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর খাদ্যশস্য (চাল) ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথির বক্তব্য এমপি শাওন আরো বলেন, শেখ হাসিনা সরকার যখনেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন তখনেই এদেশের হিন্দু সম্প্রদায় নিশ্চিন্তে তাদের ধর্মীয় উৎসব পালন থেকে শুরু করে সামাজিক, নাগরিকসহ সকল অধিকার আদায় করতে পেরেছে।
এসময় এমপি শাওন দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত উপজেলার ১৫টি পুজামন্ডপে ৫শ কেজি করে চাল এর ডিও এবং নিজস্ব তহবিল থেকে নগদ ৫ হাজার টাকা করে প্রতিটি পূজামন্ডপে প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া, শহিদুল্যাহ কিরণ, মোঃ রাসেল প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।