ভোলায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে বাবুল মোল্লার মৃত্যুবার্ষিকী পালিত
ভোলার সাবেক আ’লীগ নেতা মরহুম ওবায়দুল হক বাবুল মোল্লার ২৫তম মৃত্যুবার্ষিকী পাতিল হয়েছে। এ উপলক্ষ্যে ভোলা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সকালে জেলা পরিষদ এর হল রুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দোস্ত মাহমুদের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারেফ হোসেন, তোফায়েল আহমেদের চাচাতো ভাই আব্দুল ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মোঃ শফিকুল ইসলামসহ জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম।
আলোচনা সভায় ওবায়দুল হক বাবুল মোল্লা পরিবারের মধ্যে ভাই হামিদুল হক বাহালুল মোল্লা, শহিদুল হক মুুকুল মোল্লা, মরহুমের ছেলে ইয়াদ, ফাহাদসহ অসংখ্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা দীর্ঘ ২৫ বছরেও বাবুল মোল্লা হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত মরহুমের হত্যাকারীদের সনাক্তসহ দোষীদের উপযুক্ত বিচার দাবী করেন।